ইমরান হোসেন (জাকি)কয়রা প্রতিনিধি | শনিবার, ২০ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট | 151 বার পঠিত
কয়রা উপজেলা পরিষদের সাবেক দুইবার নির্বাচিত চেয়ারম্যান কালনা আমিনিয়া ফাজিল মাদ্রাসার সাবেক আরবী প্রভাষক বিশিষ্ট আলেমী দ্বীন মাওলানা আ.খ.ম তমিজ উদ্দিন (৮৫) গত বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাত ১০ টার সময় অসুস্থতা অবস্থায় কয়রা উপজেলার দেয়াড়া গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না…. রাজেউন)। মৃত্যুকালে তিনি ১ পুত্র ৩ কন্যা সহ অসংখ্য আত্বীয স্বজন রেখে গেছেন।
মরহুম মাওলানা আখম তমিজ উদ্দিন কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাষ্টার সদর উদ্দিন আহমেদের আপন সেজ ভাই। মরহুমের নামাজে জানাযা শুক্রবার জুম্মাবাদ মহারাজপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে হাজার হাজার ধর্মপ্রান মুসলমান ব্যাক্তিবর্গ অংশ গ্রহন করেন।
জানাযার নামাজের পুর্বে মরহুমের কর্মময় জীবনের উপর সংক্ষিপ্ত আলোচনা রাখেন কয়রা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন, বিশিষ্ট আলেমী দ্বীন মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা ইমরান হোসেন, মহারাজপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল্যাহ আল মাহমুদ, কালনা আমিনিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইউনুস আলী, মাওলানা মাহফুজুর রহমান, পাইকগাছা জাপার সাবেক আহবায়ক ও কেন্দ্রীয সদস্য মোস্তফা কামাল জাহাঙ্গীর,এ্যাডঃ মোস্তাফিজুর, মরহুমের ভাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ্ব সদর উদ্দিন আহমেদ, মরহুমের জামাতা মাওলানা মজিবার রহমান, পুত্র মোস্তাসিম বিল্লাহ ফারুক,ভাইপো ফেরদাউস হোসেন,মাওলানা আঃ রাজ্জাক,মাওলানা গোলাম সরোয়ার, মাওলানা মিজানুর রহমান,মাওলানা আল রাজ্জাক,মাওলানা গোলাম কুদ্দুস,মাওলানা হাদিউজ্জামান,মাওলানা হাবিল উদ্দিন ঐহিদী,মাওলানা আবু তাহের প্রমুখ।
Posted ৫:১৮ পূর্বাহ্ণ | শনিবার, ২০ জানুয়ারি ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com