ইসমাইল ইমন চট্টগ্রাম প্রতিনিধি | সোমবার, ২২ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট | 188 বার পঠিত
চট্টগ্রাম দক্ষিণ জেলার কর্ণফুলী উপজেলায় ভাড়া বাসা খুঁজতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। এ ঘটনায় সেই ভিকটিম’র খালার দায়ের করা মামলায় মো. আকাশকে গ্রেফতার করেছে পুলিশ৷ পলাতক আরও ৬ জন।
গত বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে কর্ণফুলী থানার শিকলবাহা ইউনিয়নের বিল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পলাতক ৬ আসামি হলো- শিকলবাহা ২ নম্বর ওয়ার্ডের ফরিদ আহম্মেদের ছেলে ওমর ফারুক (২৩), ৩ নম্বর ওয়ার্ডের মৃত সুলতান মাঝির ছেলে মো. সোলেমান (২৩), রাজ্জাকের ছেলে মো. রাজু (২৪), মামুনের ছেলে সাকমান (২০), নুরুল আমিনের ছেলে জোবাইদ (২৩) এবং মৃত শেখ আহম্মদের মো. ছেলে আসিফ (২৩)।
জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে পেকুয়া থেকে চট্টগ্রামে কর্ণফুলী থানার মইজ্জ্যারটেক এলাকায় এসে নামেন ওই তরুণী।
এ সময় মো. শওকত নামের এক মাহিন্দ্রা চালকের সঙ্গে পরিচয় হয় তার। ভুক্তভোগী তরুণী শওকতকে গার্মেন্টসে চাকরির আগ্রহের কথা জানিয়ে একটি বাসা খুঁজে দেওয়ার অনুরোধ করেন। এতে মাহিন্দ্রা চালক বাসা খোঁজার জন্য তার বান্ধবী বিলকিছ আক্তার ও ইমন নামের এক বন্ধুকে ফোন করে মইজ্জ্যারটেক মোড়ে ডেকে নেন।
পরে ভুক্তভোগী তরুণীসহ সন্ধ্যার দিকে পায়ে হেঁটে কর্ণফুলীর শিকলবাহা এলাকায় বাসা খুঁজতে থাকেন তারা। রাতে সাড়ে ১০টার দিকে শিকলবাহা ইউনিয়নের বিল্লাপাড়া এলাকায় তিন রাস্তার মোড়ে পৌঁছালে আসামিরা বাকিদের মারধর করে ভুক্তভোগী তরুণীকে জোরপূর্বক অটোরিকশায় তুলে পাশের একটি বিদ্যালয়ের পেছনে নিয়ে যায়। সেখানে খোলা মাঠে ধর্ষণ করে তারা।
ভুক্তভোগী তরুণীর সঙ্গে থাকা বিলকিস নামে একজন
মইজ্জ্যারটেক মোড়ে গিয়ে পুলিশকে বিষয়টি জানালে তৎক্ষণাৎ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার এবং ধর্ষক আকাশকে আটক করে পুলিশ।
বাকী আসামীদের গ্রেফতার, ভিকটিমের ডাক্তারী পরীক্ষা, আলামত জব্দ, রিমান্ডে প্রেরণ,স্বীকারোক্তি রেকর্ড করা সহ যাবতীয় আইনী প্রক্রিয়া আইন মোতাবেক সম্পন্ন করতে প্রসিকিউশন ও পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়।
হিউম্যান রাইট ফাউন্ডেশন বিএইচআরএফ এর পক্ষ থেকে ভিকটিম পরিবার কে আইনী সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছেন সংস্থার মহাসচিব এডভোকেট জিয়া হাবীব আহসান। সংগঠন এর জেলা সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব বাবুর নেতৃত্বে তিন সদস্যের একটি মানবাধিকার তথ্যানুসন্ধান টিম ঘটনাটি সরেজমিনে তদন্ত করে শুপারিশমালা সহ একটি প্রতিবেদন দাখিল করবে।
Posted ৭:৫১ পূর্বাহ্ণ | সোমবার, ২২ জানুয়ারি ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com