মোঃ ইমরান হোসেন,বটিয়াঘাটা প্রতিনিধি | সোমবার, ২২ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট | 211 বার পঠিত
বটিয়াঘাটা উপজেলায় ৫২তম শীতকালীন খেলাধূলা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, গতকাল রবিবার বিকাল ৩টায় স্থানীয় বটিয়াঘাটা উপজেলা পরিষদ মাঠে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির আয়োজনে পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য ননী গোপাল মন্ডল।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারান চন্দ্র মন্ডল ও অবঃ অধ্যাঃ মনোরঞ্জন মন্ডলের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমান, সহকারী কমিশনার(ভূমি) মোঃ আসাদুর রহমান, ভাইস চেয়ারম্যানদ্বয় নিতাই গাইন ও মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল,বটিয়াঘাটা থানা অফিসার ইনচার্জ রিপন কুমার সরকার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ফায়ার সার্ভিস ইস্টিশন ইনচার্জ জাহাঙ্গীর আলম, বাংলা দেশ মানবাধিকার সংরক্ষণ কমিশন বটিয়াঘাটা উপজেলার সাধারণ সম্পাদক এস এম হাফিজুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি মোহম্মদ আলী শেখ, প্রধান শিক্ষক দেব দুলাল জোদ্দার, প্রধান শিক্ষক অন্যদা শংকর রায়, ইউপি চেয়ারম্যান আসাবুর রহমান আসাব, ইউপি চেয়ারম্যান আসলাম হালদার, আ’লীগনেতা মানষ পাল, অরিন্দম গোলদার, ক্রীড়া শিক্ষক ভঞ্জন অধিকার, মৃত্যুঞ্জয় বিশ্বাস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ছাত্র/ছাত্রী ও গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে বিজয়দের হাতে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন
Posted ৮:১২ পূর্বাহ্ণ | সোমবার, ২২ জানুয়ারি ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com