ইমতিয়াজ মাহমুদ ইমন, কক্সবাজার প্রতিনিধি | সোমবার, ২২ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট | 447 বার পঠিত
কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক যুবক গুরুতর আহত হয়েছে।
সোমবার (২২ জানুয়ারি) দুপুরে টেকনাফ বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় এ ঘটনা ঘটে।আহত যুবক শহিদুল আমিন (তানিব) কক্সবাজার সদরের ইসলামাবাদ এলাকার বাসিন্দার। তিনি কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী বলে জানা গেছে।
টেকনাফ বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মশিউর রহমান বাংলা দৈনিক কে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। আহত যুবককে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে কথা বলতে পারেনি। নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি, তবে পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। নারীর বয়স আনুমানিক ২০-২২ বছর হতে পারে।’
গেলো বুধবার (১৭ ডিসেম্বর) রাতে মেরিন ড্রাইভ সড়কের পেঁচার দ্বীপ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় জাকের হোসাইন জাহেদ নামের এক যুবকের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হয় ফরহাদ ইমু নামের এক যুবক।
Posted ৯:৪৭ পূর্বাহ্ণ | সোমবার, ২২ জানুয়ারি ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com