ইসমাইল ইমন চট্টগ্রাম জেলা প্রতিনিধি | মঙ্গলবার, ২৩ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট | 205 বার পঠিত
দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নে এসবিএম ইটভাটায় ডাকাতি হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ২১ জানুয়ারি রবিবার দিবাগত গভীর রাতে ১০/১৫ জনের মুখোশ পরা একদল ডাকাত সাতবাড়িয়া ইউনিয়নের নাজিরহাট সংলগ্ন হাজী আসহাব মিয়ার মালিকানাধীন এস বি এম ইটভাটায় ডাকাতি হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
তিনি বলেন মুখোশ পরা ডাকাতদল ইটভাটায় থাকা ম্যানেজারসহ অন্যান্যদের হাত-পা বেঁধে রেখে অফিসে থাকা নগদ ২ লক্ষ টাকা, সিসি ক্যামেরা, কম্পিউটার ডিভাইস এবং অন্যান্য যন্ত্রপাতি মিলিয়ে প্রায় আড়াই লক্ষ টাকার মালামাল নিয়ে যায়। ডাকাতি করে চলে যাওয়ার সময় তাসবীহ ট্রেডার্স নামক অপর একটি ব্যবসা প্রতিষ্ঠানেও ডাকাতি করেছে বলে জানা যায়।
এ ব্যাপারে চন্দনাইশ থানার ওসি তদন্ত যুযুৎসহ যস চাকমা বলেছেন, তিনি মৌখিকভাবে অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এই ব্যাপারটি তদন্ত করছেন বলেও জানান। তবে, বিষয়টি ডাকাতি কিনা খতিয়ে দেখতে হবে বলে জানিয়েছেন তিনি। ইটভাটার মালিককে থানায় লিখিত অভিযোগ দেওয়ার জন্য বলেছেন। কিন্তু প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ লিপিবদ্ধ হয় নাই বলে জানা যায়।
Posted ৭:১২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৩ জানুয়ারি ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com