মোহাম্মাদ উল্লাহ সোহেল ইতালি প্রতিনিধি | বুধবার, ২৪ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট | 228 বার পঠিত
ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশী বংশোদ্ভূত সাংবাদিকদের নিয়ে একটি সম্পূর্ণ নতুন সংগঠন “ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশন” যাত্রা শুরু।
সোমবার (২২ জানুয়ারি) এক ভার্চুয়াল বৈঠকে আনুষ্ঠানিকভাবে ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশী বংশোদ্ভূত সাংবাদিকদের এই সংগঠনটির সংবিধান ও লোগো উপস্থাপন করা হয়।
জার্মানি থেকে বিশিষ্ট সাংবাদিক হাবিবুর রহমান হেলালের সভাপতিত্বে ভার্চুয়াল বৈঠকটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন ইতালি থেকে এসকে এমডি জাকির হোসেন সুমন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অস্ট্রিয়া থেকে উপস্থিত ছিলেন সংবিধান বিশেষজ্ঞ
মাহবুবুর রহমান। তাছাড়াও অস্ট্রিয়া,ইতালি,ফ্রান্স, গ্রিস
ও পর্তুগাল থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা
উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতি হাবিবুর রহমান হেলাল জানান
ইতিমধ্যেই ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশন এর ইউরোপিয়ান ইউনিয়নে (ইইউ) রেজিস্ট্রেশন সহ সংগঠনটির নিজস্ব লোগো, ওয়েবসাইট এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজস্ব পেজ করা হয়েছে।
ভার্চুয়াল বৈঠকে ইউরোপের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। সংগঠনটি গঠনের আসল উদ্দেশ্যের ব্যাপারে সবাই একমত হন যে, ইউরোপে বসবাসরত বাংলাদেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও জাতীয় সম্প্রচার কেন্দ্র সমূহের ইউরোপ প্রতিনিধি
এবং ইউরোপের বিভিন্ন বাংলা সংবাদ মাধ্যমের
সাংবাদিকদের এক প্লাটফর্মে আনার উদ্যোগ এই
সংগঠনটির মাধ্যমে আরো বেগবান করতে হবে।
এর ফলে ইউরোপের বিভিন্ন দেশের বাংলাদেশী
বংশোদ্ভূত সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সু সম্পর্ক
স্থাপিত হবে।
ইউরোপের বিভিন্ন দেশ থেকে যে সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তাদের মধ্যে অন্যতম মাহবুবুর রহমান (অস্ট্রিয়া),হাবিবুর রহমান হেলাল (জার্মানী), এসকে এমকে জাকির হোসেন সুমন (ইতালি), এনায়েত হোসেন সোহেল (ফ্রান্স), মো. জিয়াউর রহমান খান সোহেল (ইতালি ),জহিরুল ইসলাম (গ্রিস), এম টি এস তাহির (পর্তুগাল ) কে বি ডালিম (গ্রীস),কাজী মাহফুজ রানা (আয়ারল্যান্ড) এবং কবির আহমেদ (অস্ট্রিয়া)।
Posted ৫:৫৬ অপরাহ্ণ | বুধবার, ২৪ জানুয়ারি ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com