নাসির উদ্দীন, বেনাপোল প্রতিনিধি | বুধবার, ২৪ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট | 204 বার পঠিত
যশোরের ঝিকরগাছায় ইজিবাইকের চাপায় মাহিম হোসেন(৩) বছরের এক শিশু নিহত হয়েছে।
বুধবার (২৪ জানুয়ারী) সকালে উপজেলার সদর ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাহিম হোসেন উপজেলা মির্জাপুর গ্রামের প্রবাসী আলামিন হোসেনের ছেলে।
প্রত্যাক্ষদর্শিররা জানান, ঘটনার সময় মাহিম রাস্তায় খেলছিল। এ সময় দ্রুতগতির একটি ইজিবাইক তাকে চাপা দিলে বুকে ও মাথায় প্রচন্ড আঘাত পায়। স্থানীয়রা উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে যশোর সদর হাসপাতালে পাঠান। অবস্থা গুরুতর হওয়ায় ঢাকায় নেওয়ার পথে মাহিম মারা যায়।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুঁইয়া জানান, ঘটনাটি শুনেছি তবে পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।
এদিকে ইজিবাইক চালক চাঁপাতলা গ্রামের বাসিন্দা বিপুল হোসেন ইজিবাইকসহ পলাতক রয়েছেন বলে জানান স্থানীয়রা।
Posted ১২:৪০ অপরাহ্ণ | বুধবার, ২৪ জানুয়ারি ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com