মোঃ পাপুল সরকার, গাইবান্ধা প্রতিনিধি | বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট | 207 বার পঠিত
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার সাবেক ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ কেজি গাঁজা জব্দ করেছে ডিবি পুলিশ। এসময় মাদক সম্রাট খ্যাত জহুরুল ইসলাম (৫৫) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতার জহুরুল ইসলাম উপজেলার ধাপেরহাট ইউপির হাসানপাড়া গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে। সে ইউপি সদস্যের দায়িত্ব পালনের পাশাপাশি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এর আগে একাধিকবার ধরা পড়েছিলেন এই মাদক সম্রাট জহুরুল।
বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় গাইবান্ধা গোয়েন্দা শাখা (ডিবি) থেকে এ তথ্য নিশ্চিত করেছে।
এ বিষয়ে গাইবান্ধা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, মঙ্গলবার (২৩ জানুয়ারি) দিন গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় হাসানপাড়া গ্রামের পলাতক আসামি সাদেকুল ইসলাম বাবলুর বসতবাড়ির ভেতর থেকে ৫ কেজি শুকনো গাঁজাসহ কুখ্যাত মাদক কারবারি জহুরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
Posted ৪:৫৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com