মোঃ পাপুল সরকার,গাইবান্ধা প্রতিনিধি: | বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট | 245 বার পঠিত
ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলা থেকে সাংবাদিক সিরাজুল ইসলাম রতনকে নির্দোষে খালাস দিয়েছে রংপুর সাইবার ট্রাইবুনাল আদালত।এ নিয়ে ওই আদালতে বিচারাধীন ২ টি মামলা থেকে তাকে খালাস দেয়া হয়েছে।
২৫ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে রংপুর সাইবার ট্রাইবুনালের বিচারক আব্দুল মজিদ মিয়া এই রায় প্রদান করেন।
উল্লেখ্য ২০২১ সালে গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সোবহান বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার আদালত এই রায় প্রদান করেন।
সাংবাদিক সিরাজুল ইসলাম রতন জাতীয় দৈনিক মানবজমিন পত্রিকায় পলাশবাড়ী উপজেলা প্রতিনিধি ও পলাশবাড়ী প্রেসক্লাবের দুই বারের নির্বাচিত সাধারণ সম্পাদক। সে পলাশবাড়ী উপজেলার উদয়সাগর গ্রামের নুরুল ইসলামের ছেলে।
Posted ১২:৫৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com