এম এ ইউসুফ আলী রাঙ্গাবালী(পটুয়াখালী) প্রতিনিধি | শুক্রবার, ২৬ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট | 154 বার পঠিত
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেসার মানুষের সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মহিববুর রহমান মহিব এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকাল ১০ টায় রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাঙ্গাবালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন মাষ্টার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মহিববুর রহমান মহিব।
এ সময় আরো উপস্থিত ছিলেন, অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন খান সহ সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গন। রাঙ্গাবালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও ৭১ টেলিভিশনের উপজেলা প্রতিনিধি কামরুল হাসান।
রাঙ্গাবালী উপজেলা শ্রমিকলীগ সভাপতি রওশোন মৃধা। রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগ সভাপতি আরিফ সহ উপজেলা আওয়ামীলিগ ,যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, সেচ্ছাসেবক লীগ এর নেতা কর্মী ও সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা গন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ইশতেহারের উপর ভিত্তি করে দেশের মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়েছে। সুতরাং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তার ঘোষিত নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন হবে, ইশতেহারের যে কাজগুলো বাস্তবায়ন করতে হবে, সেগুলো নিয়ে আমরা ইতোমধ্যে কাজ শুরু করেছি। এই রাঙ্গাবালীতেও ইশতেহারের মধ্যে যে কাজগুলো পড়ে, সেগুলো আমরা বাস্তবায়ন করবো। উপজেলার কর্মকর্তারাও এই ইশতেহার ফলো করবেন।’ সভায় সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্য করে প্রতিমন্ত্রী বলেন, ‘সকল কর্মকর্তা-কর্মচারী অফিস শুরুর সময়ের মধ্যেই নিজ নিজ দপ্তরে আসতে হবে। আমি আমার মন্ত্রণালয় ইতোমধ্যে নির্দেশনা দিয়েছে যে, সারা বাংলাদেশে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে উপজেলা পর্যায়েরও কর্মকর্তা-কর্মচারীরা ৯টার মধ্যে অফিসে ঢুকলো কিনা সেটা তথ্যপ্রযুক্তির মাধ্যমে নিশ্চিত হতে চাই। অফিসে এসে এ্যাসাইনমেন্ট থাকলে যার যেখানে যাওয়া প্রয়োজন সেখানে যাবে। কিন্তু আগে অফিসে আসতে হবে। এবং রাঙ্গাবালী উপজেলার প্রয়োজনীয় সকল উন্নয়নের আশা ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।
আরো বক্তব্য রাখেন রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাঙ্গাবালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাইদুজ্জামান মামুন খান।
পরে দুপুর সাড়ে ১২ টায় রাঙ্গাবালী উপজেলা ৫০শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণকাজ এবং রাঙ্গাবালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের অস্থায়ী ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন প্রতিমন্ত্রী।
Posted ৫:০২ অপরাহ্ণ | শুক্রবার, ২৬ জানুয়ারি ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com