এম এ ইউসুফ আলী, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি | রবিবার, ২৮ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট | 200 বার পঠিত
সামুদ্রিক মাছের সুষ্ঠ প্রজনন উৎপাদনও মৎস সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস আহরণের জন্য পটুয়াখালীর রাঙ্গাবালীতে বিশেষ কম্বিং অপারেশনে ২৩ টি অবৈধ বেহুন্দী ১৭ টি চরঘেরা জাল ১০হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
শনিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলা মৎস্য বিভাগ ও বাংলাদেশ পুলিশএ অভিযান পরিচালনা করেন। বঙ্গোপসাগরের উপকূলি এলাকা কলাগাছিয়া ও সোনারচর, চরতুফনিয়া, চরকাশেমে অভিযান চালায়।
জব্দকৃত জালের আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা। পরে জব্দকৃত জালগুলো শনিবার রাতে জনসম্মুখে আগুনে পুরে ধ্বংস করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মিজানুর রহমান।
Posted ২:২৮ অপরাহ্ণ | রবিবার, ২৮ জানুয়ারি ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com