প্রতিনিধি,তাড়াইল(কিশোরগঞ্জ) | সোমবার, ২৯ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট | 579 বার পঠিত
কিশোরগঞ্জের তাড়াইলে ১৫ জন অসহায় দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে রত্নগর্ভা পরিবারের পক্ষ থেকে বৃত্তি প্রদান করা হয়েছে।
জানা গেছে,গত ২৭ জানুয়ারী শনিবার সকাল ১০টায় উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের আকুবপুর গ্রামের অধীর ফাউন্ডেশনের আয়োজনে এই বৃত্তি প্রদান করা হয়।
উপজেলার বিভিন্ন গ্রামের অসহায় মেধাবী ১৫ জন শিক্ষার্থীর মাঝে প্রতিজনকে নগদ ২০০০/- (দুই হাজার) টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করেন,রত্নাগর্ভা মহীয়সী নারীরত্ন সন্তান সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা.মাহবুবুর রহমান ভূঞা,বাংলাদেশ হাইপার টেনশন কন্ট্রোল এর এডিশনাল প্রোগ্রাম ডিরেক্টর ও ইনেশিয়েটিভ,ন্যাশনাল হার্ড ফাউন্ডেশন অব বাংলাদেশ এর পরিচালক ডা.মাহফুজুর রহমান ভূঞা,ঢাকার শহীদ আনোয়ার গার্লস স্কুল এন্ড কলেজ এর সিনিয়র প্রভাষক ফারজানা রহমান তুলি,এরিষ্টোফার্মা লিমিটেড এর এসোসিয়েট ডিরেক্টর মাহমুদুর রহমান ভূঞা।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রত্নগর্ভা পরিবারের সদস্য ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঞার সহধর্মিনী জনাব রিয়া খানম,মাসুদুর রহমান ভূঞা, সিনিয়র এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ওয়ান ব্যাংক,লিঃ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধীর ফাউন্ডেশনে কর্মরত চক্ষু চিকিৎসক ডা.শাকিল ও পল্লীচিকিৎসক সিরাজুল ইসলাম ভূঞা প্রমূখ।
উল্লেখ্য,উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের আকুবপুরের ঐতিহ্যবাহী বড় বাড়ির ডা.ফজলুর রহমান ভূঞার সহধর্মিনী প্রয়াত রহিমা রহমান তারঁ জীবদ্দশাতেই নিজ হাতে চালু করে গিয়েছিলেন এই বৃত্তি।এই মহীয়সী নারী তিনি তাঁর জীবদ্দশাতেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছ থেকে এই রত্নগর্ভা খেতাব পেয়েছিলেন যা অত্যন্ত সম্মানের।এরই ধারাবাহিকতায় রত্নগর্ভা পরিবারের পক্ষ থেকে আকুবপুরস্থ ডা.ফজলুর রহমান ভূঞা সোশ্যাল ডেভেলপমেন্ট সেন্টারে এই বৃত্তি প্রদান করা হয়।প্রোগেসিভ কিন্ডারগার্টেনের ৫জন সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মোট ১৫ জন শিক্ষার্থীর হাতে এই বৃত্তি প্রদান করা হয়।উদ্যোক্তরা জানান এই ধারা পরবর্তীতে অব্যাহত থাকবে।
Posted ৯:৫১ পূর্বাহ্ণ | সোমবার, ২৯ জানুয়ারি ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com