সফিকুল ইসলাম বাদল (ব্রাহ্মণবাড়িয়া) জেলা।প্রতিনিধি | মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট | 144 বার পঠিত
‘তুচ্ছ নয় রক্ত দান, বাঁচাতে পারে একটি প্রাণ’ এ শ্লোগানে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ঐতিহ্যবাহী শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল এন্ড কলেজে’ মোহিনী কিশোর ব্লাড ডোনারস’ ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে সংগঠনের প্রধান উপদেষ্টা ও শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোস্তাক আহাম্মদ এর সভাপতিত্বে ও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক শামছুজ্জামান খান মাসুম, সহকারী প্রধান শিক্ষক মো. অবিদ মিয়া, গভর্নিং বডির সদস্য জাহিদুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা, শিক্ষক ও সাংবাদিক মো. কামরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন। বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি রাহিম চৌধুরী, সাধারণ সম্পাদক অলি-উল্লাহ, জাহিদুল ইসলাম জিহাদ প্রমুখ। এ সময় সংগঠনের সদস্যবৃন্দ, স্কুল ও কলেজ শাখার শিক্ষার্থীবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
###
Posted ১:০৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com