এম. ইউছুফ, চট্টগ্রাম | মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট | 172 বার পঠিত
ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে পুনরায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত করা হলো। রোববার (২৮ জানুয়ারী) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়ে পুনরায় প্রধানমন্ত্রীর “বিশেষ সহকারি” হিসেবে নিযুক্ত করা হলো ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে। চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়ার কৃতি সন্তান ২০১৯ সালে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী প্রথম মেয়াদে প্রায় পাঁচ বছর দায়িত্ব পালন করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়ে পুনরায় প্রধানমন্ত্রীর “বিশেষ সহকারি” হিসেবে নিযুক্ত করা হলো ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে।
এদিকে বিপ্লব বড়ুয়ার পুনরায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত হওয়ার খবরে আনন্দে ভাসছে চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়ার জনগণ। সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে একটি আনন্দ মিছিল উপজেলার কেরানীহাট হতে রাস্তার মাথা পর্যন্ত প্রদক্ষিণ করে।
সাতকানিয়ার বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিলে যোগ দেন । মিছিল শেষে কেরানীহাট চত্বরে এক আনন্দ সমাবেশ ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাতকানিয়া পৌরসভা মেয়র মোহাম্মদ জোবাইর। বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাফর আলমসহ অন্যান্য নেতাকর্মীরা।
সভায় বক্তারা ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর “বিশেষ সহকারী” নিযুক্ত করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি উন্নত দেশ গঠনে জনগণ তথা যুবসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
Posted ৮:৩৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com