ফারিয়াজ ফাহিম , জামালপুর | মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট | 209 বার পঠিত
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন জামালপুর জেলা শাখার পক্ষ থেকে জামালপুর সদর -০৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবুল কালাম আজাদ এমপি’কে সম্মাননা পদক প্রদান করা হয়েছে।
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন জামালপুর জেলা শাখার স্টেশন রোড সংলগ্ন কার্যালয়ের সামনে (শনিবার) সন্ধ্যায় এই সম্মাননা প্রদান বাউল গানের আয়োজন করে ,বাংলাদেশ ফটো জার্নালি অ্যাসোসিয়েশন জামালপুর জেলা শাখা।
এসময়
সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর,০৫ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ মোখলেছুর রহমান ক ও জামালপুর প্রেসক্লারের সভাপতি হাফিজ রায়হান সাদাসহ অনেকে। এ সময় ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন জামালপুর জেলা শাখার সদস্যবৃন্দরা।।
Posted ১:০৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com