আরবাজ (রুমান), বেরোবি প্রতিনিধি | মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট | 282 বার পঠিত
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়(বেরোবি) তে তিন দিনব্যাপী আন্তঃবিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৪ এর উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার (৩০ শে জানুয়ারি) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক সংলগ্ন মাঠে উপাচার্য ড. হাসিবুর রশিদ এর পক্ষে টুর্নামেন্টের উদ্বোধন করেন রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ড. বিজন মোহন চাকী। এসময় উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন – শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. আল-হেলাল,গণিত বিভাগের সহযোগী অধ্যাপক – মোঃ হান্নান মিয়া, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট মীর তামান্না সিদ্দিকা, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক মারুফ প্রামাণিক, বাংলা বিভাগের প্রভাষক খাইরুল ইসলাম,ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ইফাত আরা বাধন,বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এর সভাপতি পোমেল বড়ুয়া এবং
সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শামীম। “সুস্থ দেহ সুস্থ মন,গড়ে তোলে ক্রীড়াজ্ঞন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তিন দিনব্যাপী এই টুর্নামেন্টের পুরুষ দ্বৈত ইভেন্টে বিশ্ববিদ্যালয়ের ১৯ টি বিভাগ এবং নারী দ্বৈত ইভেন্টে ১৬ টি বিভাগ এর দল অংশ নিয়েছে । এসময় উপস্থিত বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্রীড়ার চর্চাকে আরো সমৃদ্ধ করতে আমাদের উপাচার্য মহোদয়ের সার্বিক নির্দেশনায় এই টুর্নামেন্টের আয়োজন। প্রতিটি বিভাগের মাঝে সৌহার্দ্য ও সুসম্পর্ক বাড়াতে এবং সর্বোপরি বিশ্ববিদ্যালয়ে সুস্থ ক্রীড়াচর্চায় এই টুর্নামেন্ট অবদান রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। আগামী ১ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগ আয়োজিত তিন দিনব্যাপী এই টুর্নামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে।
Posted ১:০৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com