মোঃ সিফাত রানা চাঁপাইনবাবগঞ্জে প্রতিনিধি | বৃহস্পতিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 302 বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জের অন্যতম পাঠকপ্রিয় দৈনিক পত্রিকা গৌড় বাংলা আরো একটি বছর পার করে সামনের দিকে এগিয়ে গেল। ২০১৫ সালের ১ ফেব্রুয়ারি পথচলা শুরু করে পত্রিকাটি। এক এক করে ৯টি বছর পার করে পদার্পণ করল ১০ বছরে।
এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার পত্রিকাটি ঘরোয়া পরিবেশে আলোচনা ও কেক কাটার আয়োজন করে। জেলা শহরের বেলেপুকুরে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নকীব হেসেন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে গৌড়া বাংলার সম্পাদক ও প্রকাশক হাসিব হোসেনের সূচনা বক্তব্যের মধ্যদিয়ে শুরু হয় আলোচনা। এতে বক্তব্য দেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপস) মো. নূরুজ্জামান, বিশিষ্ট লেখক ও গবেষক জাহাঙ্গীর সেলিম, অবসরপ্রাপ্ত শিক্ষক আলী আশরাফ, লেখক ও সাংস্কৃতি কর্মী শাহ নাওয়াজ গামা, চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও কলাম লেখক শহীদুল হুদা অলক, সাপ্তাহিক সোনামসজিদের প্রতিষ্ঠাতা সম্পাদক জোনাব আলী, দৈনিক চাঁপাই দর্পণের সম্পাদক ও প্রকাশক আশরাফুল ইসলাম রঞ্জু, চাঁপাইনবাবগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের শিক্ষক ও গবেষক ড. ইমদাদুল হক মামুন, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কলাম লেখক আজমল হোসেন মামুন, রহনপুর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও লেখক মমতাজ বেগম, রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম’র স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস, স্বাধীন প্রেসক্লাবের সভাপতি ফারুক আহমেদ চৌধুরী, চাঁপাইনবাবগঞ্জ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বদিউজ্জামান রাজাবাবু, গৌড় বাংলার নাচোল প্রতিনিধি মতিউর রহমান, প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক (প্রশিক্ষণ) আব্দুস সালাম ও জুনিয়র প্রশিক্ষণ অফিসার মোমেনা ফেরদৌস অরনীসহ অন্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন গৌড় বাংলার বার্তা সম্পাদক সাজিদ তৌহিদ।
বক্তারা গৌড় বাংলার উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পরে কেক কাটেন অতিথিবৃন্দ।
Posted ৪:৫২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com