নাজমুল হক চৌধুরী, নরসিংদী প্রতিনিধিঃ | বৃহস্পতিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 184 বার পঠিত
নরসিংদীতে সহপাঠীদের সাথে রাস্তার পাশে খেলার সময় ট্রাকের চাপায় প্রান গেল এক ৭ বছরের শিশুর। বুধবার (৩১ জানুয়ারী) দুপুরের শিবপুর উপজেলার বৈলাব সড়কের এই দূর্ঘটনা ঘটে। বালুবাহী ট্রাকের চাপায় আয়েশা আক্তার ( ৭) নামে এই শিশুর মৃত্যু হয়েছে।নিহত শিশু উপজেলার বৈলাব গ্রামের মোরশেদ মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানান, সহপাঠীদের সাথে রাস্তার পাশে খেলা করছিল নিহত আয়েশা। তখন হাতে থাকা খেলনা রাস্তায় মধ্যে চলে যায়। দৌঁড়ে সেটি রাস্তা থেকে আনতে গেলে সামনে দিক থেকে আসা বালুবাহী মিনি ট্রাকের নিচে চাপা পরে। তখন শিশুটির চিৎকারে আশেপাশে মানুষ ছুটে আসলেও ততক্ষণে ট্রাকের চাকায় পৃষ্ট হয় আয়েশা। পরে তাকে ট্রাকের নিজ থেকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরবর্তীতে নরসিংদী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করে।
শিবপুর থানার ওসির মোঃ ফরিদ উদ্দিন বলেন,দুপুরে দুর্ঘটনার বিষয়টির সম্পর্কে জানতে পেরে পরক্ষণেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রাক্রিয়াধীন।
Posted ৪:৪৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com