| বৃহস্পতিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 195 বার পঠিত
গাইবান্ধার পলাশবাড়ীতে সেচ পাম্পের ট্রান্সমিটার চুরি করে নিয়ে যাওয়ায় ২শ বিঘা জমির বোরো ধান চাষ ব্যাহত হবার শঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা।
বৃহস্পতিবার ( ১ফেব্রুয়ারি) সকালে উপজেলার মহদীপুর ইউনিয়নের গড়েয়া পাথারে ২ টি ট্রান্সমিটারের ফেলা যাওয়া পরিত্যক্ত অংশ পড়ে থাকতে দেখেন ভুক্তভোগিরা।
বৃহস্পতিবার ( ১ফেব্রুয়ারি) দুপুরে সরেজমিন ঘটনাস্থল ঘুরে দেখা যায়, বিস্তৃর্ণ গড়েয়া পাথারের জমিতে হালচাষ সম্পন্ন করেছেন কৃষকরা। চারা রোপনের জন্য এখন প্রয়োজন পানি। কিন্তু তা পাচ্ছেন না কৃষকরা।
ট্রান্সমিটার চুরি যাওয়া সেচপাম্প মালিক ওই ইউনিয়নের পার্বতীপুর গ্রামের আব্দুস সোবহান জানান, রাতে জমিতে পানি সেচ দিয়ে মেশিন ঘরেই ঘুমিয়ে পড়েন। সকালে মেশিন চালু না হওয়ায় ভাবেন বিদ্যুৎ নাই। পরবর্তীতে ফাঁকা জমিতে পরপর দুটি ট্রন্সমিটারের পরিত্যক্ত অংশ পড়ে থাকতে দেখেন স্থানীয় কৃষকরা। তখন বুঝতে পারেন রাতের আঁধারে কে বা কারা সেচপাম্প মেশিনের ট্রান্সমিটার চুরি করে নিয়ে গেছে।
ট্রান্সমিটার চুরি যাওয়া অপর সেচপাম্প মালিক গড়েয়া গ্রামের কাজেম উদ্দীন জানান, সেচপাম্প দুটি দিয়ে ২ শতাধিক জমিতে পানি সেচ দেওয়া হয়। ইতোমধ্যে ৫০ বিঘা জমিতে চারা রোপন করা হয়েছে। দুই দিনের মধ্যে পানি সরবরাহ করতে না পারলে রোপিত চারাগুলো মারা যাবে। ফলে দ্রুত পানি সেচ ব্যবস্থার স্বাভাবিকের দাবী জানান তারা।
এ ব্যাপারে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান বলেন, কৃষকদের জমিতে পানি সেচ ব্যবস্থা স্বাভাবিক করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Posted ৪:১৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com