নেত্রকোনা প্রতিনিধি | বৃহস্পতিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 210 বার পঠিত
বুধবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা ৭ টা নাগাদ সুবীর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধন করেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব আব্দুল্লাহ আল সিয়াম।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক নেতা যায়যায়দিন পত্রিকার স্টাফ রিপোর্টার চন্দন চক্রবর্তী ও নেত্রকোণা জেলা প্রশাসক কার্যালয়ের সহ. নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার নন্দন সরকার।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যুবলীগ নেতা জোনায়েদ মৃধা। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ব্যবসায়ী নেতা আব্দুর রউফ।
নেত্রকোণা জেলা শহরের নাগড়া মহল্লায় দয়াময় আশ্রমের সামনের মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষক আব্দুল্লাহ আল সিয়াম যুবকদের মাদক থেকে মুক্ত থাকতে পরামর্শ দেন, পাশাপাশি খেলাধূলায় উৎসাহিত হতে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
পরে আমন্ত্রিত অতিথিরা টুর্নামেন্টটির উদ্বোধনী ম্যাচে টিম ❝নাইন ইডিয়টস❞ ও টিম ❝ সেক্রেটারি প্যানেল জুনিয়র❞ এর মধ্যকার খেলা উপভোগ করেন।
Posted ৪:৩৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com