মোঃ পাপুল সরকার,গাইবান্ধা প্রতিনিধি | শনিবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 181 বার পঠিত
রংপুর সুগার মিলস্ লিঃ এর গত ২৮ জানুয়ারী ২০২৪ এর পত্রের সূত্র নং-রসুমি/বানিজ্যক/বিক্রয় -৪৫ (স্থাপনা) /২০২৪/২০,তারিখ -২৭-০১-২০২৪ খ্রি: মোতাবেক ঢাকা রংপুর ৪ লেইন রাস্তার জন্য অত্র মিলের পলাশবাড়ী সাবজোনের আংশিক জমি রোডস এন্ড হাইওয়ে কর্তৃক অধিগ্রহনকৃত জায়গার মধ্যে ১ টি অফিস ঘর, ১ টি সার গুদামের আংশিক অংশ,১ টি মেহগনি দরপত্রের দরদাতাদের দর আহবান করা হয়। এ বিজ্ঞপ্তি অনুযায়ী গত ৩১ -০১-২০২৪ ইং তারিখ দুপুর ১২ ঘটিকা পর্যন্ত দরদাতাদের দরপত্র গ্রহন করা হয়। এ দিন সাড়ে ১২ ঘটিকায় দরপত্র খোলা হয়। এ দরপত্রের মধ্যে ৭৫ হাজার ৭০০ টাকায় সর্বোচ্চ দরদাতার হিসাবে নির্ধারিত হয় পলাশবাড়ীর বিশিষ্ট ব্যবসায়ি মোঃ তোতা মিয়া। এ দরপত্রে সর্বোচ্চ দরদাতা হিসাবে তোতা মিয়া নির্ধারিত হওয়ার পর রংপুর সুগার মিলস্ লিঃএর উপসহকারি পুর প্রকৌশলী ও দরপত্র সংগ্রহ কমিটি চেয়ারম্যান মো: শামীম এবং তার কার্যালয়ের কর্মকর্তারা সর্বোচ্চ দরদাতা মো: তোতা মিয়ার নিকট অতিরিক্ত উৎকোচ দাবী করেন। এতে উৎকোচ দিতে অস্বীকৃতি জানালে রংপুর সুগার মিলস্ লিঃ এর কর্মকর্তাদের যোগসাজসে আগের দরপত্র বাতিল করে ০১-০২-২০২৪ খ্রি: তারিখে পুন: বিজ্ঞপ্তি প্রকাশ করে আবারো ৫ -০২-২০২৪ ইং তারিখে দুপুর ১২ ঘটিকায় পর্যন্ত দরপত্র গ্রহনের ও এ দিন দুপুর সাড়ে ১২ ঘটিকায় দরপত্র খোলার সময় নির্ধারণ করে।
এবিষয়ে ভুক্তভোগী সর্বোচ্চ দরদাতা মোঃ তোতা দাবী করেন, দরপত্র সংগ্রহ কমিটির চেয়ারম্যান ও অন্যান্যরা উৎকোচ দাবী করে আমি উক্ত উৎকোচ না দেওয়ায় আবার সর্বোচ্চ দর পত্র বাতিল করে পুর্ন: বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তিনি এহেন অনিয়ম ও অপকর্মের তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্টদের নিকট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী করেছেন।
রংপুর সুগার মিলস্ লিঃ এর ব্যবস্থাপক মাসুমা আক্তারা জাহান এবিষয়ে জানান,উক্ত ঘর,গুদাম,গাছে দর কম হওয়ায় কমিটি উক্ত দরপত্র বাতিল করে পুর্নরায় দরপত্র আহবান করে পুর্ন: বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
এদিকে গোবিন্দগঞ্জ উপজেলার স্থানীয় গণমাধ্যমকর্মীরা ও সচেতন মহল উক্ত ঘটিকায় তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনী ব্যবস্থা গ্রহন করার দাবী জানান।
Posted ৪:৪০ পূর্বাহ্ণ | শনিবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com