লালমনিরহাট প্রতিনিধি | রবিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 885 বার পঠিত
লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের ৬নং ওয়ার্ডে অবস্থিত উমাপতি সরকারি প্রাথমিক বিদ্যালয়। গত সপ্তাহে বিদ্যালয়ের একটি পুরাতন টিনশেড ঘর নিলামে বিক্রি করে বিদ্যালয়ের কোষাগারে বিক্রিত অর্থ জমা দেয়া হয়।
এই নিলামের সরকারি অর্থ থেকে চাঁদা চেয়ে হুমকি ধমকি দিচ্ছিলেন স্থানীয় কয়েকজন চাঁদাবাজ। এরই অংশ হিসেবে আজ বেলা ১২ টার দিকে ৬/৭ জন চাঁদা নিতে স্কুলে আসেন। এসময় চাঁদা দিতে অস্বীকৃতি জানান বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: মাসুদ রানা।
এসময় সেখানে উপস্থিত থাকা মাসুদ রানার বড় ভাই ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি মালেক মন্ডলের উপরও চড়াও হয় স্থানীয় সন্ত্রাসী সুলতান আহমেদ সুজন, নাজমুল হক১, নজরুল নাজমুল ২,আহসান, আরিফ এবং শামিম গং। এসময় বাধা দেওয়ার চেষ্টা করলে তারা দুই ভাইকে কে রড দিয়ে সারা শরীরে বেধড়ক মারপিট করেন। এসময় দুজনের মাথা ফেটে গুরুতর আহত করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে তাদেরকে দ্রুত উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে হাসপাতালে ছুটে যান লালমনিরহাট সদর আসনের সংসদ সদস্য এডভোকেট মতিয়ার রহমান।
Posted ১:০৯ পূর্বাহ্ণ | রবিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com