আসাদুজ্জামান তালুকদার | রবিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 237 বার পঠিত
(০৪ ফেব্রুয়ারি) বিকালে নেত্রকোণার দুর্গাপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মজিবুর রহমান ওরফে দা মজিবুর (৫৪) নিহত হয়েছে। এতে নিহতের পক্ষের আব্দুর রশিদ ও মুখসেদুর রহমান নামে ২ জন আহত হয়েছে।
উপজেলার সীমান্তবর্তী শিবগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মজিবুরকে কর্তব্যরত চিকিৎসক তানজিরুল রায়হান মৃত ঘোষণা করেন।
অন্যদিকে গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
মজিবুরের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠাবে বলে গণমাধ্যমকে জানায় দুর্গাপুর থানার পুলিশের এস আই শুভাশিস দাস।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় কুল্লাগড়া ইউপির সাবেক চেয়ারম্যান সুব্রত সাংমা দুর্বৃত্তদের হামলায় ২০২২ সালের ২৯ সেপ্টেম্বর মারা যাওয়ার পর থেকে ওই এলাকার দা মজিবুর ও বর্তমান চেয়ারম্যান আব্দুল আওয়াল গ্রুপের মধ্যে বিরোধ হয়। সুব্রত সাংমা মারা যাওয়ার পর থেকে মজিুবর গ্রুপ চেয়ারম্যানের আওয়াল মার্কেট বন্ধ করে রাখে। এসব নানা কারণে তাদের প্রজন্মের মাঝে বিরোধ মাথাচাড়া দেয় বলে জানান স্থানীয়রা। এরই জেরে রবিবার সকালে নিহতের ভাতিজা খাইরুল ও চেয়ারম্যানের ছেলে আবিরের সাথে সুসং সরকারি মহাবিদ্যালয়ে ক্যাম্পাসে কথাকাটাকাটি হয়।
পরবর্তীতে দুপুরে শিবগঞ্জ বাজারে দুই পক্ষের মাঝে ধাওয়া-পাল্টাধাওয়া হলে পাঁচজন আহত হয়। তাদের হাসপাতালে নিলে একজনকে মৃত ঘোষণা করে চিকিৎসক।
নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. লুৎফর রহমান গণমাধ্যমকে নিহতের বিষয়টি নিশ্চত করেন।
Posted ২:৪৮ অপরাহ্ণ | রবিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com