আরবাজ (রুমান),বেরোবি প্রতিনিধি | সোমবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 244 বার পঠিত
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের সহকারী পরিচালক এহতেরামুল হক স্বাক্ষরিত একটি প্রেস রিলিজ সূত্রে জানা যায়, উপাচার্য অধ্যাপক ড. মোঃ হাসিবুর রশীদের নির্দেশে সংস্থাপন শাখা-২ এর উপ-রেজিস্ট্রার মোঃ মোস্তাফিজুর রহমান মন্ডল স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে এই পদে দায়িত্ব প্রদান করা হয়। এই নিয়োগ আদেশ ০৬ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য বলবৎ থাকবে । প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের নতুন ডিন হিসাবে দায়িত্ব পাওয়ায় কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড.মোঃ মিজানুর রহমান মুঠোফোনে নিজের প্রতিক্রিয়ায় জানান, আমাকে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন হিসেবে মনোনীত করায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী দুই বছর আমি আমার দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করবো। সেইসাথে একাডেমিক লেখাপড়ার মানোয়ন্ননের জন্য কার্যকরী পদক্ষেপ নিতে চাই। আমি চাই, বিশ্ববিদ্যালয়ে গবেষণা ভিত্তিক লেখাপড়া হোক। শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করে তুলতে আমি আমার দায়িত্ব পালনকালে গবেষণা ভিত্তিক জাতীয় বা আন্তর্জাতিক সেমিনারও আয়োজন করতে চাই।
Posted ১২:১৯ অপরাহ্ণ | সোমবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com