কাতার প্রতিনিধিঃ | মঙ্গলবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 268 বার পঠিত
মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চল কাতারে বসবাসরত ছাগলনাইয়া উপজেলা বাসীর উদ্যোগে ছাগলনাইয়া প্রবাসী কল্যাণ সমিতি নামে মানবিক সংগঠনের আত্মপ্রকাশ করা হয়। প্রবাসে ও দেশে মানবিক কাজের মাধ্যমে এই সংগঠনের বছরব্যাপী কর্মসূচি চলমান থাকবে বলে জানান সংগঠনের নেতৃবৃন্দ।
সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণ করাকে উৎসাহ দিয়ে সংগঠনের সভাপতি খোরশেদ আলম পাটোয়ারীর নেতৃত্বে কাতারে আত্মপ্রকাশ করেছে ছাগলনাইয়া প্রবাসী কল্যাণ সমিতি। কাতারের রাজধানী দোহার কর্নিশ তীরে অসংখ্য জনসমাগমের মধ্য দিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। আগামীতে এই সংগঠনের মাধ্যমে প্রবাস থেকে দেশে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে ভূমিকা রাখার আগ্রহ ব্যাক্ত করে সংগঠনের নেতৃবৃন্দ।
কাতারে বসবাসরত ছাগলনাইয়া উপজেলার একঝাঁক তরুণদের ঐক্যবদ্ধে তৈরি হওয়া এই সংগঠন এগিয়ে যাবে বহুদূর এমনটাই জানান সংগঠনের সদস্যরা। এসময় আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সহসভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক কামাল উদ্দিনসহ অনেকে। নিজের জন্য নয় সমাজ ও মানুষের সেবা করার মাঝেই সবচেয়ে বড় আনন্দ। আর সেই আনন্দই যেন খুঁজে পেয়েছে ছাগলনাইয়া উপজেলার এক ঝাঁক তরুণ।
Posted ৫:১৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com