আল মাসুম হোসেন, কুবি প্রতিনিধি : | মঙ্গলবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 209 বার পঠিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির হুসেইন । সোমবার (০৫ ফেব্রুয়ারী ) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো: আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
বিজ্ঞপ্তি মতে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট ড. মিহির লাল ভৌমিক এর মেয়াদ পূর্ণ হওয়ায় তাঁর পরিবর্তে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির হুসেইনকে উক্ত হলের প্রভোস্ট হিসেবে যোগদানের তারিখ থেকে পরবর্তী ২ (দুই) বছরের জন্য নিয়োগ প্রদান করা হয়েছে।
এ বিষয়ে মোহাম্মদ নাসির হুসেইন বলেন, “ হলের শিক্ষার্থীদের সার্বিক কল্যাণের কথা ভেবে বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান নিয়ম অনুযায়ী হল পরিচালনা করবো।’
এসময় উক্ত হলের অনিয়মিত ডায়নিং ব্যবস্থাপনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি আজকেই জয়েন করেছি, আগামীকাল হলে যাব, শিক্ষার্থী, প্রশাসন সবার সাথে আলোচনা করে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব।’
Posted ১২:০৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com