| মঙ্গলবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 249 বার পঠিত
চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার জামিজুরীর ওমান প্রবাসী বাংলা টিভির প্রতিনিধি সাংবাদিক পলাশ শীলের পিতা শ্রীযুক্ত বৃখধর শীলের বাড়ীতে ৬ ফেব্রুয়ারি বাৎসরিক শ্রী শ্রী বাবা লোকনাথ সেবাশ্রম এর ৬য় তম বাৎসরিক উৎসব উপলক্ষে ধর্মীয় গীতাপাঠ ও বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে ।
এতে গীতাপাঠ করেন পন্ডিত গৌতম চক্রবর্তী ও তার সঙ্গীরা।
বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে ছিল মঙ্গল প্রদীপ প্রজ্বলন , বিশ্বশান্তি গীতাযজ্ঞ ও ধর্মীয় সাংস্কৃতিক ,ধর্মীয় আলোচনা সভা ও মহাপ্রসাদ বিতরণ।
অনুষ্ঠানে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন শ্রীযুক্ত বাবু বৃক্ষধর শীল , রাজিব শীল, মিশন মিত্র।
এতে আরও উপস্থিত ছিলেন, প্রদীপ মিত্র, দিলু দাস, সজল দাস,পলাশ ঘোষ,রঞ্জিত ঘোষ, লালু শীল, সুভাষ শীল,সেনটু শীল,সুজন শীল, রাজীব মিত্র, রুবেল শীল, জীবন শীল, আপন শীল সপ্রমুখ।
Posted ২:১৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com