শুক্রবার ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বটিয়াঘাটা থানার পুলিশ ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৪ আটক

মোঃ ইমরান হোসেন বটিয়াঘাটা প্রতিনিধিঃ   |   মঙ্গলবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   142 বার পঠিত

বটিয়াঘাটা থানার পুলিশ ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৪ আটক

বটিয়াঘাটা থানা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক পৃথক অভিযানে ৭৫০ গ্রাম গাঁজা সহ ৪ মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক করে জেল হাজতে প্রেরন করেছে।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে উপজেলার আমতলা এলাকা থেকে মিন্টু বিশ্বাসের পুত্র মোঃ মুসা বিশ্বাস(২৮) কে ১ শত গ্রাম ও একই এলাকার আফান হাওলাদারের পুত্র নুরনবী হাওলাদার(৩০)কে ১ শত গ্রাম এবং কায়েমখোলা এলাকা থেকে মজিদ হাওলাদারের পুত্র আবুল কালাম(২৯)কে ৫শত গ্রাম গাঁজা সহ হাতেনাতে আটক করে। ঘটনাস্থলে নির্বাহী অফিসার ও এক্সিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ শরীফ আসিফ রহমান এক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মুসা ও নুরনবীকে ৩মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ১হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫দিনের কারাদন্ড প্রদান করেন।

অন্যদিকে আবুল কালামকে ৫শত গ্রাম গাঁজা সহ থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল। উদ্ধারকৃত গাঁজা ঘটনাস্থলে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আব্দুল রহমান, সাব-ইন্সপেক্টর রাকিবুল ইসলাম, এসআই মঞ্জুরুল বাসার সহ সঙ্গীয় ফোর্স।

অপরদিকে গতপরশু শনিবার রাতে থানা পুলিশের এসআই মোস্তাফিজুর রহমান ও এএসআই সবুজ হাওলাদার সহ সঙ্গীয় ফোর্স নিয়ে দেবিতলা এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে ৫০ গ্রাম গাঁজা সহ ঐ এলাকার বিধান বিশ্বাসের পুত্র বিদ্যুৎ বিশ্বাসকে আটক করে জেল হাজতে প্রেরন করেছে। এব্যাপারে বটিয়াঘাটা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু হয়েছে।

Facebook Comments Box

Posted ৬:৩৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৪

bangladoinik.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

https://prothomalo.com
https://prothomalo.com

এ বিভাগের আরও খবর

https://prothomalo.com
https://prothomalo.com
সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

2nd floor, Opposite building of Muradnagar Thana gate, Muradnagar-3540, Bangladesh

01941702035, 01917142520

bangladoinik@gmail.com

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com