দিদারুল হৃদয়: খাগড়াছড়িঃ | বৃহস্পতিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 162 বার পঠিত
খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানা এলাকায় অভিযান চালিয়ে ১৬ বোতল অবৈধ বিদেশী মদ সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মানিকছড়ি থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (০৭ ফেব্রুয়ারী) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ একটি বিশেষ অভিযান পরিচালনা করে মানিকছড়ি থানাধীন ৩নং যোগ্যাছোলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গরমছড়ি সাকিনস্থ খাগড়াছড়ি টু চট্টগ্রামগামী আঞ্চলিক মহাসড়কের পূর্ব পাশ হতে মো. মাহবুবুর রহমান এর ছেলে মো. সাজ্জাদুর রহমান আশিক (২১) ও মৃত মো. হাবিব এর ছেলে মো. জুয়েল (২২) কে আটক করা হয়েছে।
আটককৃতরা চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার ০২নং সাধনপুর ইউপির ০৪নং ওয়ার্ড এর বানীগ্রাম এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
এ বিষয়ে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল উদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। আসামীদেরকে বিধি মোতাবেক যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। এছাড়াও মাদক ও চোরাচালনের বিরুদ্ধে মানিকছড়ি থানা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।
Posted ৬:১০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com