ইসমাইল ইমন | রবিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 126 বার পঠিত
চট্টগ্রামে জমে উঠেছে অমর ২১ শে বই মেলা
ইসমাইল ইমন
চট্টগ্রাম নগরীর ফুসফুস খ্যাত শতবর্ষী বৃক্ষের সবুজ শ্যামল ছায়া ঘেরা সিআরবিতে শুক্রবার ৯ ফেব্রুয়ারি বিকেল চারটায় অমর একুশে বইমেলার উদ্বোধন হয়।
বন্ধের দিনে পরিবারের সদস্যদের নিয়ে নানান বয়সী দর্শানার্থীদের ভিড় ছিলো চোখে পড়ার মত।
এদিন পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী।
চসিকের আয়োজনে চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদ, চট্টগ্রাম নাগরিক সমাজ, বীর মুক্তিযোদ্ধা, লেখক, সাংবাদিক, শিক্ষাবিদ ও সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনের সহযোগিতায় এ বইমেলা হচ্ছে। ৪৩ হাজার বর্গফুটে ঢাকা ও চট্টগ্রামের ৯২টি প্রকাশনা সংস্থার ১৫৫টি স্টল করা হয়েছে । এর মধ্যে ডাবল স্টল ৭৮টি, সিঙ্গেল ৭৭টি। এবারের বইমেলার বাজেট ৫০ লাখ টাকা।
এবারও জাতীয় জীবনে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য একুশে সম্মাননা স্মারক পদক ও সাহিত্য পুরস্কার দেওয়া হবে।
আগামী ২ মার্চ পর্যন্ত অমর একুশে বইমেলা চলবে।
Posted ৫:৫৫ পূর্বাহ্ণ | রবিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com