আল মাসুম হোসেন, কুবি প্রতিনিধি: | সোমবার, ১২ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 155 বার পঠিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আঞ্চলিক সংগঠন চট্টগ্রাম স্টুডেন্ট’স ওয়েলফেয়ার এসোসিয়েশনের আগামী এক বছরের জন্য আংশিক নতুন কমিটি গঠন করা হয়েছে। এতো সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বাংলা ১৪তম আবর্তনের মো: শহীদুজ্জামান বাবু এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন প্রত্নতত্ত বিভাগের ১৪ তম আবর্তনের মো: শাহীনুল ইসলাম গালিব।
রবিবার (১১ ফেব্রুয়ারি) সাবেক সভাপতি মোহাম্মদ মিশকাত এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানা যায়।
এছাড়াও কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি: মো: সাফায়েত রহমান, মোঃ রাসেল আহমেদ, মোহাম্মদ নাজিম উদ্দীন। সহ-সভাপতি: রিয়াজ উদ্দিন অপু, মো: মেহেরাব হোসেন, জান্নাতুন নাঈম। যুগ্ম সাধারণ সম্পাদক: মো: তৈয়ব উদ্দিন, মো: আবরার মোস্তফা। সাংগঠনিক সম্পাদক: শামসের তাবরিজ চৌধুরী, গোলাম দস্তগীর, আব্দুর রহমান সায়েম, মোহাম্মদ লোকমান। দপ্তর সম্পাদক: শরীফুল ইসলাম।
উল্লেখ্য, উক্ত আংশিক কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্নাঙ্গ করার নির্দেশ দেওয়া হয়েছে।
Posted ৫:৪১ পূর্বাহ্ণ | সোমবার, ১২ ফেব্রুয়ারি ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com