আরবাজ (রুমান), বেরোবি প্রতিনিধি: | সোমবার, ১২ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 181 বার পঠিত
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আজ থেকে শুরু হলো ৬ দিন ব্যাপী “গুনগুন-রণন” বইমেলা।
বিশ্ববিদ্যালয়ের দুইটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গুনগুন ও রণন এর যৌথ আয়োজনে আজ বেলা ১২ টায় শহীদ মিনার প্রাঙ্গণে বইমেলার উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র জনাব মোস্তাফিজুর রহমান মোস্তফা। এসময় সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার জনাব মজিব উদ্দিন আহমদ এবং বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন: রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু,বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড.মতিউর রহমান,শিক্ষক সমিতির সভাপতি ড.বিজন মোহন চাকী,সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মন্ডল, বহিঃরক্ষণ বিভাগের পরিচালক সাব্বীর আহমেদ চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন রণন এর সভাপতি ড. তুহিন ওয়াদুদ।
সপ্তম বারের মতো আয়োজিত এই বইমেলায় বিশ্ববিদ্যালয়ের নানান সংগঠনের পাশাপাশি পাতাপ্রকাশ,অনন্যা প্রকাশনী,নালন্দা প্রকাশনী, কথাপ্রকাশ এর মতো স্থানীয় ও জাতীয় পর্যায়ের প্রকাশনীর স্টল সহ মোট ৪২ টি স্টল বসেছে।
ফ্যাশন ব্র্যান্ড সেইলর এর পৃষ্ঠপোষকতায় এবং রংপুর সিটি কর্পোরেশন ও জেলা পরিষদের সার্বিক সহযোগিতায় ১২ থেকে ১৭ ই ফেব্রুয়ারি ছয় দিন ব্যাপী এই বইমেলা প্রতিদিন দুপুর ২ টা থেকে শুরু হয়ে রাত ৯ টা পর্যন্ত চলবে। পাশাপাশি মেলা প্রাঙ্গণের মঞ্চে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের অংশগ্রহণে পুস্তক পর্যালোচনা, আবৃত্তি সহ নানান প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনা চলবে।
এ ব্যাপারে বইমেলার অন্যতম আয়োজক গুনগুন এর সভাপতি উমর ফারুক বলেন, বর্তমান প্রজম্ম দিন দিন বই বিমুখ হয়ে পড়ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নানান ধরনের বইয়ের পরিচয় করিয়ে দিতে এবং নতুন পাঠক তৈরী করার উদ্দেশ্যেই আমাদের এই আয়োজন। এই মেলার মধ্য দিয়ে নানান বয়সের মননশীল ও রুচিশীল মানুষের সম্মিলন ঘটবে। আমি চাই বইমেলা প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে পড়ুক। আমাদের এই উদ্যোগ তারই একটি অংশ।
ছয় দিন ব্যাপী এই বইমেলার পর্দা নামবে আগামী ১৭ ই ফেব্রুয়ারি। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হাসিবুর রশীদ।
Posted ১১:২৬ পূর্বাহ্ণ | সোমবার, ১২ ফেব্রুয়ারি ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com