সবুর খাঁন, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধিঃ | মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 205 বার পঠিত
কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের বুধুন্ডা গ্রামের দক্ষিন পাড়া দৌলা গাজী প্রধানীয়া বাড়িতে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের দূর্ঘটনা ঘটনা ঘটে। এতে বড়-ছোটও ১৫ টি বসতঘর পুড়ে ছাই হয়েছে । গত ১৩ ই ফেব্রুয়ারি মঙ্গলবার২৪ ইং তারিখে আনুমানিক দুপুর ১২ ঘটিকার দিকে হাসানের ঘর সংলগ্ন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয় বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। এতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মধ্য আমির হোসেন, হুমায়ুন কবির , সাইফুল ইসলাম, বজলুর রহমান, মোক্তার হোসেন, মনির হোসেন, মাসুম, হাসান ও সোলেমান প্রধানের বসতঘরসহ বড় ও ছোটও ১৫টি ঘর, নগদ টাকা, স্বর্নালঙ্কার ও মালামালসহ প্রায় কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে বলে জানা যায় ।
এসময় ক্ষতিগ্রস্থদের মধ্যে আমির হোসেনসহ সকলে বলেন, এলাকার বিত্তবান, প্রশাসন ও দেশ-প্রবাসসহ সকলকে ক্ষতিগ্রস্থ পরিবারের পাঁশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি ।
কচুয়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তারা অগ্নিকান্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রন আনতে সক্ষম হয়।
Posted ৬:৪৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com