ইসমাইল ইমন চট্টগ্রাম জেলা প্রতিনিধি | মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 138 বার পঠিত
বহু ওলামায়ে একরাম ও বুজুর্গ দ্বিনের উপস্থিতিতে কোরআনের পাখিদের সাথে নিয়ে চট্টগ্রামের বড়পুলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে গাউছিয়া মুজাদ্দেদিয়া সুন্নিয়া মাদ্রাসার এক বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠান।
উক্ত অনুষ্ঠানের প্রধান আকর্ষন ছিল মহাগ্রন্থ আল কোরআন খতম এবং বোখারী শরীফ খতম। আর একই অনুষ্ঠানে কোরআন ও বোখারী খতমের এমন আয়োজন করে এখন রীতিমতো আলোচনায় এসেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।
গত শনিবার (১০ ফেব্রুয়ারী) সকালে নগরীর নিউমুরিং আবাসিক এলাকায় হযরত খাজা গরীবে নেওয়াজের ফাতেহা উপলক্ষে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠান দুই অধিবেশনে সম্পন্ন করা হয়।
১ম অধিবেশনে খতমে কুরআন খতমে বুখারী সম্পন্ন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার শায়খুল হাদীস আল্লামা হাফেজ সোলাইমান আনসারি, বিশেষ অতিথি ছিলেন হালিশহর তৈয়্যবিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা বদিউল আলম রেজভী, মাওলানা শেখ মুহাম্মদ আরিফুর রহমান সহ আরো অনেক ওলামায়ে একরামগণ।
২য় অধিবেশনে যথারীতি আয়োজন করা হয় কোরআনের পখিদের মাঝে পুরস্কার বিতরনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হালিশহর সাইফুল বিন হালিম
সুন্নিয়া জামে মসজিদের সভাপতি জনাব জাঙ্গাগীর আলম, বিশেষ অতিথি ছিলেন, পরশুরাম সমিতি চট্টগ্রাম এর সাধারণ সম্পাদক জি এস আজাদ সাহেব, দোস্ত মুহাম্মদ মেম্বার, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
নিউমুরিং আবাসিক সমাজ কমিটির সভাপতি জনাব লোকমান সর্দার।
অনুষ্ঠান শেষে মিলাদ ও কিয়ামের মাধ্যমে দেশ ও দশের মঙ্গল কামনা করে দোয়া করা হয়।
Posted ৩:১৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com