আরবাজ (রুমান),বেরোবি প্রতিনিধি: | মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 291 বার পঠিত
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের (বেরোবি) শারীরিক শিক্ষা বিভাগের নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ সিদ্দিকুর রহমান। তার আগে এই পদে সর্বশেষ দায়িত্ব পালন করেছেন ড. আল হেলাল।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ,তথ্য ও প্রকাশনা বিভাগের সহকারী পরিচালক এহতেরামুল হক স্বাক্ষরিত একটি প্রেস রিলিজ সূত্রে জানা যায়,উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদের নির্দেশে রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে এই পদে দায়িত্ব প্রদান করা হয়। এই নিয়োগ আদেশ ১২ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে । শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক হিসেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত সকল ক্রীড়া প্রতিযোগিতা বা এ সংক্রান্ত কর্মকাণ্ড পরিচালনা করবেন তিনি।
Posted ১২:২৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com