নাসির উদ্দীন, বেনাপোল প্রতিনিধি: | মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 162 বার পঠিত
শার্শায় সেচ প্রকল্পের মাধ্যমে পানি নিস্কাশন পুর্বক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারী)বেলা ১২ টার দিকে উপজেলার কায়বা ইউনিয়নের বিআরডিবি নিম্ম মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন যশোর-১ শার্শার সংসদ সদস্য (এমপি) শেখ আফিল উদ্দীন।
তিনি বলেন, কৃষি ও কৃষককে বাদ দিয়ে এদেশের অর্থনীতি চিন্তা করা যায়না।তাই আমি শার্শা উপজেলার প্রতিটি কৃষকের পাশে থেকে কৃষিখাতকে এগিয়ে নিতে যেতে চাই।সাথে সাথে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে তার প্রতিনিধি হিসেবে বাংলাদেশকে এগিয়ে নিতে আমৃত্য কাজ করে যেতে চাই।
কায়বা ইউনিয়ন আ.লীগের সভাপতি হাসান ফিরোজ আহম্মেদ টিংকুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন,উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মন্জু।
এসময় বিএডিসি যশোরের ইন্জিনিয়ার মিলন হোসাইন,শার্শা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল,শার্শা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান,শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন,শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির উদ্দিন আহমেদ তোতা,শার্শা উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুর রহিম,শার্শা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শফিকুল ইসলাম মন্টু,শার্শা উপজেলা শ্রমিক লীগের আহবায়ক নাসির উদ্দীন,বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিয়াস কবির বকুল,বাগ আঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক,কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম,গোগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তবিবুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দীর্ঘ ৩০ বছর ধরে শার্শার কায়বা ইউনিয়নের ঠ্যাঙামারি ও গোমর বিলে জলাবদ্ধতার কারনে পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকার ফলে সাড়ে সাতশ হেক্টর জমিতে বোরো আবাদ করতে পারতো না কৃষকরা।কৃষকরা এমন সমস্যা সমাধনের জন্য স্থানীয় এমপি শেখ আফিল উদ্দীনের কাছে দ্বাদশ নির্বাচনের এক পথ সভায় দাবী করেছিলো।যার ফলে সংসদ সদস্য শেখ আফিল উদ্দীনের নিজস্ব অর্থায়নে ঠ্যাঙামারি ও গোমর বিলে সেচ প্রকল্পের মাধ্যমে বোরো আবাদ চাষ সমস্যা সমাধান করলেন।
Posted ১০:৫৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com