সফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া | বুধবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 190 বার পঠিত
প্রবাসীদের নিরাপত্তা ও আইনি সহায়তা দিতে ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসী সহায়তা ডেস্কের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ লাইন্স মিলনায়তনের আয়োজনে পুলিশ সুপার কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে ডেস্কের উদ্বোধন করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নূরে আলম মিনা।
অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রবাস বিষয়ক পরামর্শক মোঃ এজাজ মাহমুদ, জেলার প্রবাসী সিআইপি আহমেদ মোত্তাকি, মোঃ তৌফিকুজ্জামান ও মোঃ কাশেম মিয়া।
আলোচনা সভা শেষে ডিআইজি নূরে আলম মিনা বলেন, প্রবাসীদের গুরুত্ব দিয়ে ২৪ ঘন্টা হটলাইনে সেবা দিতে প্রবাসী সহায়তা ডেস্ক চালু হয়েছে। এ ডেস্কের মাধ্যমে দ্রুত সময়ে রেমিটেন্সযোদ্ধাদের আইনি সহায়তার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করা হবে। এতে তাদের আর হয়রানি হতে হবে না। মূলত পুলিশ ও প্রবাসীদের মধ্যে একটি সেতু বন্ধন রচনা করতেই বাংলাদেশ পুলিশ এ উদ্যোগকে আরো জোরদার করেছে।
Posted ৩:১১ অপরাহ্ণ | বুধবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com