কমলগঞ্জ প্রতিনিধি: | বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 183 বার পঠিত
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আম্বিয়া কিন্ডারগার্টেন স্কুলের ২২বছর পুর্তী উপলক্ষে প্রকাশিত “স্বপ্নজয়” সাময়িকীর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার আম্বিয়া কিন্ডারগার্টেন স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্টানের শুরুতে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলন করা হয়। পরে অতিথিদের উত্তরীয় পড়িয়ে ও কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।
আম্বিয়া কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা মো. সালাহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া সরকারী কলেজের অধ্যক্ষ আব্দুল হান্নান।
শিক্ষক মুস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ পৌর মেয়র মো. জুয়েল আহমদ, বালাগঞ্জ সরকারী কলেজের সহকারী অধ্যাপক অবিনাশ আচার্য, সাবেক অধ্যক্ষ নুরুল ইসলাম,আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, নাট্যকার শুভাশিষ সিংহ, লেখক ও গবেষক আহমদ সিরাজ, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের শিশু বিশেষজ্ঞ ডাঃ আশুতোষ সিংহ, জনতা ব্যাংক কুলাউড়া শাখা সিনিয়র অফিসার মতিউর রহমান সুমন,
এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রভাষক রাবেয়া খাতুন সাবেক অধ্যক্ষ আম্বিয়া কে,জি স্কুল, অধ্যাপক সেলিম আহমদ চৌধুরী, প্রধান শিক্ষক অসমনজু রায় প্রসাদ চৌধুরী, শিক্ষক সমরেন্দু সেন গুপ্ত বুলবুল।
অনুষ্ঠান চলাকালীন সময়ে প্রাক্তন ছাত্র ছাত্রীরা তাদের পরিচয় তুলে ধরে স্সৃতিচারণ করা হয় ও এসময় তারা শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে তাদের অনুবতি প্রকাশ করেন।
Posted ৪:১২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com