মৌলভীবাজার প্রতিনিধি: | শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 144 বার পঠিত
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় দুটি সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ৪ জন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের সকলের বাড়ি রাজনরগ উপজেলার সদর ইউনিয়নের দাশটিলা গ্রামে।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) বিকালে ৩টায় মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের ময়নার দোকান এলাকায় ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নম্বরবিহীন দুটি সিএনজির একটি রাজনগরের দাশটিলা থেকে তারাপাশা এলাকায় ও অপরটি কলেজ পয়েন্ট থেকে দাশটিলা গ্রামে যাচ্ছিল। এসময় রাজনগর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের পার্শ্ববর্তী মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের ময়নার দোকান এলাকায় উভয়টি মুখোমুখি সংঘর্ষ হয়।
নিহতরা হলেন- সিএনজি চালক রাজু আহমদ (২০),সিএনজি চালক কুদ্দুস মিয়ার ছেলে সাহেল আহমদ (২২) ও নাইম আহমদ (২০)।
আহতরা হলেন, দাশটিলা গ্রামের আমজদ মিয়ার স্ত্রী সেনাই বেগম (৫০) ও তার দুই মেয়ে রিমা বেগম (১৫) ও পিমা বেগম (১২) গুরুতর আহত হন। তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) আব্দুস ছালেক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Posted ১:০৮ অপরাহ্ণ | শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com