| সোমবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 128 বার পঠিত
বাংলা একাডেমি কর্তৃক আয়োজিত বই মেলায় মোড়ক উম্মোচিত হলো প্রবাসী কবি, সাংবাদিক এবং সম্পাদক নাসরিন আক্তার মৌসুমী র একক কাব্যগ্রন্থ “দুঃখ পোষা লাজুক লতা “। ২০১৮ সাল থেকে বাংলা একাডেমি কর্তৃক আয়োজিত বই মেলায় পাঠকদের একাধারে কাব্যগ্রন্থ উপহার দিচ্ছেন এই কবি।
গত ১৬ই ফেব্রুয়ারি বিকেল চারটায় কুয়েত
প্রবাসী কবি নাসরিন আক্তার মৌসুমী’র কাব্যগ্রন্থ ‘দুঃখ পোষা লাজুক লতা ‘বইটির মোড়ক উন্মোচন হয়েছে একাডেমির বই উন্মোচন মঞ্চে।যৌথভাবে মোড়ক উন্মোচন করেন বাংলা একাডেমির পরিচালক ড.সাহেদ মন্তাজ, বিজ্ঞান কবি ও জাতীয় কবিতা পরিষদের দফতর সম্পাদক হাসনাইন সাজ্জাদী এবং বিজেএ-র সিনিয়র কর্মকর্তা, কবি বিনয় মন্ডল, কবি রহিমা আক্তার রিমা প্রমুখ। আলোচনায় অংশ নেন কবি সৈয়দ জনি,শাহাদাত জয় এবং কুয়েত প্রবাসী রাজনীতিবিদ এবং কবি রফিকুল ইসলাম ভুলু .প্রমুখ।সেই সাথে আরও অনেক বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন বইয়ের মোড়ক উন্মোচনের দিন।
কাব্যগ্রন্থটি উৎসর্গ করা হয়েছে যারা ভালোবেসে কষ্ট পায় তাদেরকে।”দুঃখ পোষা লাজুক লতা” কাব্যগ্রন্থটি র কবিতাগুলো বেশ সহজ-সরল।যা কিনা পাঠকের হৃদয়ে কবিতাগুলো জায়গা করে নিবে।যারা ভালোবেসে কষ্ট পায় তাদের কাছে এই কাব্যগ্রন্থটি বেশ ভালো লাগবে। কবি’রা মানুষের জীবন বৃত্তান্তের কথা মনোযোগ দিয়ে শুনে এবং তাদের রুপরেখা কবিতার মাধ্যমে তুলে ধরেন।
কবি সাংবাদিক নাসরিন আক্তার মৌসুমী এ পর্যন্ত ৬টা কাব্যগ্রন্থ সম্পাদনা করেছেন। সেগুলো হলো _১)স্বপ্নের সাতকাহন ( প্রথম খন্ড) ২) পিদিম ৩) স্বপ্নের সাতকাহন “(দ্বিতীয় খন্ড) ৪) বায়ান্ন থেকে একাত্তর ৫)সাতরঙা রংধনু ৬)কোভিড-১৯।২০২৪ সালে পাঠকদের জন্য একক কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন “দুঃখ পোষা লাজুক লতা”।
ঘর-সংসার সামলিয়ে অবসরে কবি সময় পেলেই লিখতে ভালোবাসেন নতুন নতুন কবিতা। সুস্থ ধারায় যেন সাহিত্যে এগিয়ে যেতে পারে এই প্রত্যাশায় প্রবাসী কবি সাংবাদিক নাসরিন আক্তার মৌসুমী কাজ করে যাচ্ছেন প্রবাসের মাটিতে বাংলা সাহিত্যের জন্য।কবি এগিয়ে যাক আমরা সবাই এই প্রত্যাশা।
Posted ৭:২১ পূর্বাহ্ণ | সোমবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com