এ,এম স্বপন জাহান মধ্যনগর উপজেলা প্রতিনিধি: | সোমবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 364 বার পঠিত
ডিআইজি থেকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি পেয়েছেন মধ্যনগরের কৃতিসন্তান রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন।
‘সুপারনিউমারারি’ বা সংখ্যাতিরিক্ত পদের বিপরীতে ডিআইজি আব্দুল বাতেন সহ ১৪ জন কর্মকর্তাদের এ পদোন্নতি দেওয়া হয়।
বিশেষ এই পদ্ধতিতে তাদের জন্য পদ তৈরি করে পদায়ন হবে ইনসিটু পদ্ধতিতে অর্থাৎ পদোন্নতি পেলেও তারা আগের পদে দায়িত্ব পালন করবেন।
রোববার (১৮ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের দাতীয়াপাড়া গ্রামের কৃতিসন্তান রংপুর রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি ) আব্দুল বাতেন ছাড়াও সুপার নিউমারারিতে পদোন্নতিপ্রাপ্তরা হলেন— পুলিশ টেলিকমের উপপুলিশ মহাপরিদর্শক এ কে এম শহিদুর রহমান, ঢাকার ট্রেনিং ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট (উপপুলিশ মহাপরিদর্শক) ময়নুল ইসলাম, স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নের উপপুলিশ মহাপরিদর্শক গোলাম কিবরিয়া, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার কৃষ্ণ পদ রায়,ঢাকার অপরাধ তদন্ত বিভাগের উপপুলিশ মহাপরিদর্শক কুসুম দেওয়ান, উপপুলিশ মহাপরিদর্শক (পুলিশ টেলিকম) বশির আহম্মদ, পুলিশ অধিদফতরের উপপুলিশ মহাপরিদর্শক আনোয়ার হোসেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার একেএম হাফিজ আক্তার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খ. মহিদ উদ্দিন।
এছাড়া নিয়মিত পদোন্নতির অংশ হিসেবে উপমহাপরিদর্শক থেকে অতিরিক্ত মহাপরিদর্শক হয়েছেন চারজন।
এই কর্মকর্তারা হলেন— ঢাকার পুলিশ অধিদফতরের উপপুলিশ মহাপরিদর্শক খন্দকার লুৎফুল কবির, ঢাকার অ্যান্টি টেররিজম ইউনিটের উপপুলিশ মহাপরিদর্শক আবদুল আলীম মাহমুদ, ঢাকার হাইওয়ে পুলিশের উপমহাপরিদর্শক মাসুদুর রহমান ভূঞা, পুলিশ অধিদফতরের উপপুলিশ মহাপরিদর্শক তওফিক মাহবুব চৌধুরী।
উল্লেখ গতকাল রবিবার কাতার চ্যারেটি বাংলাদেশের প্রতিনিধি ওমর আল হাফিজ আল আমীন সহ কাতার প্রতিনিধিদের সাথে রংপুরের ডিআইজি ও বর্তমান অতিরিক্ত আইজিপি আব্দুল বাতেন তার নিজ এলাকায় বেশকিছু পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ও দুইটি ৬ তলা ভবনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এছাড়া রবিবার রাতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে এক আলোচনা সভায় উপস্থিত থেকে পদোন্নতি খবর সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
Posted ৯:৩২ পূর্বাহ্ণ | সোমবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com