সোহাগ মিয়া, মাধবপুর প্রতিনিধিঃ | বুধবার, ২১ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 154 বার পঠিত
ভাষা শহিদদের শ্রদ্ধা জানাতে ফুল হাতে স্মৃতির শহিদ মিনারে জড়ো হন ডাঃ মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, ছাত্র, ছাত্রী সহ ম্যানেজিং কমিটির সদস্যরা।
মহান একুশে ফেব্রুয়ারি ‘শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালন উপলক্ষ্যে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরেই শত শত ছাত্র ছাত্রীদের ঢল নামে ডাঃ মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের শহিদ মিনারে। ফুলে ফুলে ভরে উঠে বাঙালির শোক আর অহংকারের এই মিনার। শহিদের বুকের খুনে রাঙা ফুল হাতে হাতে শ্রদ্ধায় খালি পায়ে প্রতিটি পদক্ষেপে ভাষার অহঙ্কার। সকাল থেকেই সব পথ যেন হেঁটে গেছে শহিদ মিনারে। প্রভাতফেরির পথে পথে কণ্ঠে কণ্ঠে সেই গান- ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…আমি কি ভুলিতে পারি’।
মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের মানিকপুর গ্রামে অবস্থিত ডাঃ মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়ে একুশের প্রথম প্রহরে প্রধান শিক্ষক মোহাম্মদ হুমায়ুন কবীরের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় বিদ্যালয়ের পক্ষে শ্রদ্ধা জানানোর পর্ব।
প্রধান শিক্ষক ও বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের পুষ্পস্তবক অর্পণ শেষে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি,ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা দলে দলে শহিদ মিনারে পুনরায় পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর বেলা বাড়ার সাথে সাথে একই গ্রামে অবস্থিত হিলাল উদ্দিন তালুকদার স্মৃতি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীরা একই বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
ডাঃ মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও ছাত্র ছাত্রীরা ব্যানার নিয়ে বিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
Posted ৪:২৮ অপরাহ্ণ | বুধবার, ২১ ফেব্রুয়ারি ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com