বৃহস্পতিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পলাশবাড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নতি

মোঃ পাপুল সরকার, গাইবান্ধা প্রতিনিধি   |   বুধবার, ২১ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   198 বার পঠিত

পলাশবাড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নতি

অতীতের যে কোন সময়ের তুলনায় বর্তমানে পলাশবাড়ী থানায় আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ঠ ভাল।

জানাযায় পলাশবাড়ী থানার বর্তমান অফিসার ইনচার্জ আরজু মো: সাজ্জাদ হোসেন যোগদানের পর এলাকায় উল্লেখযোগ্য অনাকাঙ্ক্ষিত কোন ঘটনা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় এমন কোন ঘটনার সৃষ্টি হয় নি।

একটি সময় রাজনীতিসহ নানা কারনে এ থানাটি ছিল দেশের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত গুরুত্বপূর্ণ থানা হিসেবে পরিচিত ছিলো ।পাশাপাশি চুড়ি ডাকাতি ছিনতাই মাদকসহ সব ধরনের অপরাধ কম বেশি সংঘটিত হয়েছিল।

গাইবান্ধা জেলার প্রবেশদ্বার ও রংপুর- ঢাকা জাতীয় মহাসড়ক সংলগ্ন এই থানা এলাকা হওয়ায় অনেক আগে থেকেই সব রাজনৈতিক দলের জন্য গুরুত্বপুর্ন একটি পয়েন্ট হিসেবে বিবেচিত হয়।

কেন্দ্রীয় ভাবে রাজনৈতিক কোন কর্মসুচী ঘোষনা করা হলে কর্মসুচী সফল করার লক্ষে বিভিন্ন থানা হতে নেতা কর্মী ও সমর্থকদের ব্যাপক জনসমাগম ঘটিয়ে রাজনৈতিক দলগুলো এ থানায় কর্মসুচী পালন করে থাকে।

কারন হিসেবে ওঠে আসে যোগাযোগ ব্যাবস্থা, এছাড়া থানার বিরাট এলাকা জুরে রয়েছে মহাসড়ক।১ কিলোমিটারের মধ্যে রয়েছে পাশ্ববর্তী সাদুল্যাপুর থানা এলাকা, ২ কিলোমিটারের মধ্যে রয়েছে রংপুর জেলার পীরগন্জ থানা এলাকা, এবং ৫ কিলোমিটারের মধ্যে গোবিন্দগন্জ থানা এলাকা,।ফলে ৪ থানার নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে পালিত কর্মসুচী গুলোর জনসমাগম হয় লক্ষ করার মত।একসময় রাজনীতিতে উত্তপ্ত পলাশবাড়ীতে এখন শান্তির সুবাতাস বইছে।

বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহনযোগ্য করতে পলাশবাড়ী থানায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে তিনি জনগণের আস্থা ও বিশ্বাসের পাত্র হয়ে ওঠেছেন।

মাদক, সন্ত্রাস, চুড়ি,ডাকাতি,ছিনতাই,
রাহাজানী,সহ নানা অপরাধ কান্ড প্রতিরোধে অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেনের ভুমিকা জনমনে ব্যাপক প্রসংশনীয় হয়েছে।

তার সময়ে পলাশবাড়ী গাইবান্ধা গাইবান্ধা সড়ক ডাকাতি শুন্যের কোঠায় ফিরে এসেছে।অনেকে ডাকাতি পেশা ছেরে দিয়ে স্বাভাবিক জীবন যাপন শুরু করেছে।মাদক উদ্ধার, মাদক মামলা আসামী গ্রেফতার ও আদালত কর্তৃক গ্রেফতার পরোয়ানা তামিলে তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকেন।

মহাসড়ক সংলগ্ন এই থানা ভবন হওয়ায় আইনশৃঙ্খলার পাশাপাশি ও ভি আই পি,ভি ভি আইপি দের বাড়তি নিরাপত্তা বিধানে তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকেন।

ফলে খুব স্বল্প সময়ে তিনি স্থানীয় সংসদ সদস্য , উপজেলা পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা,রাজনৈতিক ব্যাক্তিবর্গ,গণমাধ্যমকর্মীসহ সাধারন মানুষের নিকট ব্যপক বিশ্বাস ও আস্থা অর্জন করেছেন।

পলাশবাড়ীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কারন জানতে চাইলে থানার অফিসার ইনচার্জ আরজু মো সাজ্জাদ হোসেন সাংবাদিকদের জানান,বাংলাদেশ পুলিশের মাননীয় আইজিপি মহোদয় ও গাইবান্ধা জেলা পুলিশ সুপার কামাল হোসেনর নির্দেশে মানুষের জান মালের নিরাপত্তা বিধানসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে কাজ করছে পলাশবাড়ী থানা পুলিশ।

Facebook Comments Box

Posted ৫:০১ অপরাহ্ণ | বুধবার, ২১ ফেব্রুয়ারি ২০২৪

bangladoinik.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

https://prothomalo.com
https://prothomalo.com

এ বিভাগের আরও খবর

https://prothomalo.com
https://prothomalo.com
সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

2nd floor, Opposite building of Muradnagar Thana gate, Muradnagar-3540, Bangladesh

01941702035, 01917142520

bangladoinik@gmail.com

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com