মোঃ ইমরান হোসেন বটিয়াঘাটা প্রতিনিধিঃ | বুধবার, ২১ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 134 বার পঠিত
বটিয়াঘাটায় যথাযথ মর্যাদায় পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।১৯৫২ সালে পাকিস্তানি হানাদার গোষ্ঠী উর্দুকে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের রাষ্ট্রভাষা করতে উঠেপড়ে লাগলে গর্জে ওঠে এদেশের ছাত্র ও তরুণ সমাজ। বুকের রক্ত ঢেলে দিয়ে বাংলায় কথা বলার অধিকার প্রতিষ্ঠা করে তারা। তাই তো দিনটি যেমন গৌরবের, অহংকারের, তেমনই শোকেরও।এই দিন পালনের মধ্যে দিয়ে বাঙালির মুখের ভাষার অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের ৭০ বছর পূর্ণ হলো।
১৯৫২ সালে পাকিস্তানি হানাদার গোষ্ঠী যখন বাংলা ভাষা বাদ দিয়ে উর্দুকে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের রাষ্ট্রভাষা করতে উঠেপড়ে লেগেছিল তখনই গর্জে ওঠে এদেশের ছাত্র ও তরুণ সমাজ। বুকের রক্ত ঢেলে দিয়ে বাংলায় কথা বলার অধিকার প্রতিষ্ঠা করে তারা। বটিয়াঘাটা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ নানা কর্মসূচির মধ্য দিয়ে একুশের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় রাত ১২টা ১ মিনিটে।
এই দিনটি স্বরণে যথাযথ মর্যাদায় বটিয়াঘাটা উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচির আয়োজন করেন। উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় একুশের কর্মসূচি। এছাড়াও কালো ব্যাজ ধারণ, প্রভাত ফেরি মধ্য দিয়ে বটিয়াঘাটা বীর মুক্তিযোদ্ধা গন পুষ্পস্তবক অর্পণ করেন। ,খুলনা১ দাকোপ বটিয়াঘাটা এমপি ননি গোপাল মন্ডল এর পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম খান, উপজেলা নির্বাহী অফিসার শরিফ আসিফ রহমান, বটিয়াঘাটা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুর রহমান বটিয়াঘাটা থানা, বটিয়াঘাটা উপজেলা আওয়ামী ছাএলীগ, যুবলীগ,কৃষক লীগ, মৎস্য লীগ, শ্রমিক লীগ, যুবলীগ মহিলা, জাতীয় পার্টি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও সহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন।
Posted ২:১৫ অপরাহ্ণ | বুধবার, ২১ ফেব্রুয়ারি ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com