মাইন উদ্দিন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি | বুধবার, ২১ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 1309 বার পঠিত
২১ ফেব্রুয়ারি (বুধবার )মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ময়মনসিংহ জেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে কৃষ্ণচূড়া চত্তর,ময়মনসিংহ রেলস্টেশনের সামনে থেকে গণঅধিকার পরিষদ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে র্যালি সহকারে শহীদ মিনারে শ্রদ্ধাজ্ঞাপন ও পুষ্পমাল্য অর্পণ করা হয়।
র্যালির নেতৃত্ব দেন গণঅধিকার পরিষদ ময়মনসিংহ জেলার সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন ।
এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান সহ-সভাপতি রবিউল হাসান যুগ্ম সাধারণ সম্পাদক মোমিন উদ্দিন ফকির,, মোঃ সুমন মিয়াএবং সাংগঠনিক সম্পাদক জিন্নাহ মিয়া সহ প্রমুখ। অঙ্গ ও সহযোগী সংগঠন থেকে উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদ ময়মনসিংহ জেলার সাধারণ সম্পাদক আকরাম হোসেন জয় সাংগঠনিক সম্পাদক আবু তাহের এবং ময়মনসিংহ মহানগর যুব অধিকার পরিষদের সভাপতি মোঃ রাব্বি এবং ছাত্র অধিকার পরিষদ এর সভাপতি মোঃ রাকিব,, সাধারণ সম্পাদক আল-আমিন সহ প্রমুখ
এবং শ্রমিক অধিকার পরিষদের
সভাপতি মোঃ আব্দুল হাই আকন্দ
সাধারণ সম্পাদক মোঃ শরিফ উদ্দিন সরদার সহ প্রমুখ।
ভাষা শহীদদের স্মরণে দপ্তর সম্পাদক মঈন উদ্দিন খান মাহিন বলেন যারা ভাষা জন্য জীবন দিয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করছি সেই সাথে বর্তমান প্রজন্মের প্রতি আহবান করছি। শহীদদের রক্তে অর্জিত সম্পদ যেন বৃথা না হয় আমাদের কে আমাদের রক্তের বিনিময়ে তাদের অর্জন ধরে রাখতে হবে,বাংলা ভাষা কে ভালোবাসতে হবে বাংলাদেশ কে ভালোবাসতে হবে বাংলার জনগণকে ভালোবাসতে হবে।।
এবং গণঅধিকার পরিষদ ময়মনসিংহ জেলার সভাপতি এইচ এম আসাদুজ্জামান আসাদ আজকের এই দিনে ভাষা শহীদদের প্রতি সম্মান ভালোবাসা এবং শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং জানান তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেম এবং মাতৃভাষার প্রতি ভালোবাসা বাড়াতে হবে, তরুণদের ভাষা শহীদদের থেকে অনুপ্রাণিত হয়ে দেশের জন্য জনগণের জন্য কাজ করতে হবে।
Posted ১:১৭ অপরাহ্ণ | বুধবার, ২১ ফেব্রুয়ারি ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com