ফারিয়াজ ফাহিম জামালপুর: | বুধবার, ২১ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 256 বার পঠিত
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে জামালপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নামে।
একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে জামালপুর কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সদর আসনের সংসদ সদস্য মো: আবুল কালাম আজাদ, জেলা প্রশাসক মো: শফিউর রহমান , পুলিশ সুপার মো: কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও পেশাজীবি সংগঠন এর নেতাকর্মীরা।
পরে জেলা প্রশাসন,মুক্তিযোদ্ধা, পুলিশ বিভাগ, জেলা পরিষদ, জেলা আওয়ামী লীগ,সদর উপজেলা পরিষদ,জামালপুর পৌরসভা,জামালপুর জেলা শিল্পকলা একাডেমী,সেক্টর কমান্ডারস ফোরাম- মুক্তিযুদ্ধ ‘৭১, জামালপুর প্রেসক্লাব,জামালপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন,থিয়েটার অঙ্গন সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে শহীদ বেদীতে নারী, পুরুষ ও শিশুর ঢল নামে জামালপুরে শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লীতে।
পরে সকাল হতেই কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জানান।
Posted ১১:৪৩ পূর্বাহ্ণ | বুধবার, ২১ ফেব্রুয়ারি ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com