মো.সাইদুল ইসলাম, মৌলভীবাজার প্রতিনিধি | সোমবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 456 বার পঠিত
মৌলভীবাজারের রাজনগরে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে সোয়াব আলী নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন। তিনি মুন্সিবাজারের গয়াসনগরের বাসিন্দা। এ ঘটনার পর তাৎক্ষনিক অভিযান চালিয়ে দু’জনকে আটক করেছে পুলিশ।
রোববার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার উত্তর মুন্সিবাজার এলাকায় এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মির্জা মাজহারুল আনোয়ার জানান, পাওনা টাকা নিয়ে অটোরিকশাচালক সোয়াব আলীর সাথে কাছিম ও কোহিনুরের কথাকাটি হয়। একপর্যায়ে তারা উত্তেজিত হয়ে সোয়াব আলীকে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি জানান, এ ঘটনায় জড়িত কাছিম ও কোহিনুরকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
Posted ৭:০৪ অপরাহ্ণ | সোমবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com