| মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 411 বার পঠিত
ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মকর্তাদের বিভাগ থেকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে বিভাগের পাঁচ জন অবসরপ্রাপ্ত অধ্যাপক ও দুইজন কর্মকর্তা-কর্মচারিকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ।
অবসরপ্রাপ্ত অধ্যাপকবৃন্দ হলেন, অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল্লাহ (মরণোত্তর), অধ্যাপক ড. এ এইচ এম ইয়াহইয়ার রহমান, অধ্যাপক ড. তাহির আহমেদ, অধ্যাপক ড. হাফেজ এ বি এম হিজবুল্লাহ ও অধ্যাপক ড. ফারুক আহমেদ। এছাড়াও দুজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারি হলো শাখা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া ও এম.এল.এস.এস আব্দুল মান্নান (মরণোত্তর)
অনুষ্ঠানে বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাসির উদ্দিন মিঝির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন থিওলজী এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডীন অধ্যাপক ড. আ. ব. ম. সিদ্দিকুর রহমান আশ্রাফী। আরও উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ, বিভাগের অন্য শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান আশ্রাফি বলেন, আমি স্যারদের মতো মানুষদের শিক্ষক হিসেবে পেয়ে গর্বিত। স্যারদের পরিশ্রমের কারণেই আমরা আজ এসব অবস্থানে আসতে পেরেছি। তারা একেকজন বিদগ্ধ ব্যক্তি ছিলেন। আমরা পথ চলার ক্ষেত্রে স্যারদের পরামর্শ কামনা করি।
অনুষ্ঠানে বিদায়ী অধ্যাপকদের সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়। পরে একে একে সবাই তাদের তাদের অনুভূতি প্রকাশ করেন। এসময় বিদায়ী অধ্যাপক ড. এ এইচ এম ইয়াহইয়ার রহমান বিভাগের মেধাবী শিক্ষার্থীদের জন্য একলক্ষ টাকা প্রদানের ঘোষণা দেন। পরে মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
Posted ৩:৩৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com