ইবি প্রতিনিধি | বুধবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 187 বার পঠিত
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নীলফামারী থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন নীলফামারী জেলা সমিতির নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬নং কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।
এসময় সংগঠনটির উপদেষ্টা আল-কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শেখ এ.বি.এম জাকির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক সাদিকুল আজাদ, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নূর। আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মাহাফুজ জামান ভুইয়া, সহ সভাপতি গোলাম রব্বানীসহ সংগঠনটির অন্যান্য সদস্যবৃন্দ।
আল ফিকহ্ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের মিশুক শাহরিয়ার ও ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের আজমেরী রহমানের যৌথ সঞ্চালনায় অধ্যাপক ড. শেখ এ.বি.এম জাকির হোসেন বলেন, এতোগুলো মানুষকে একসাথে দেখে আমি পুলকিত। ভবিষ্যতে এমন প্রোগ্রাম বারবার আয়োজন করা হোক এবং সকলের মধ্যে এই ভ্রাতৃত্ববোধ এবং সম্প্রীতি বজায় থাকুক। তিনি জেলা সমিতির সকলকে নিয়ে একটি শিক্ষাসফরের আয়োজন করবেন বলে আশ্বস্ত করেছেন।
এসময় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও বিদায়ী শিক্ষার্থীদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে রম্য বিতর্ক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
Posted ৪:৫৩ অপরাহ্ণ | বুধবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com