মোঃ মালিক মিয়া,কমলগঞ্জ প্রতিনিধি:: | বুধবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 64 বার পঠিত
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ পৌর সভার। ১নং ওয়ার্ড যোদ্ধাপুর নূরে মোহাম্মদিয়া জামে মসজিদ ও গ্রাম বাসির উদ্যোগে। আগামী ৮ই মার্চ শুক্রবার বাদ জুম্মা হইতে মধ্যরাত পর্যন্ত। ২য় বার্ষিক ইসলামী সুন্নি মহা সম্মেলন।
সুন্নি এ সম্মেলনে প্রধান মেহমান
আলহাজ্ব মাওলানা শাহ সূফি সৈয়দ বখতিয়ার উদ্দিন আহমেদ (রেজভী) গদ্দিনশীন,পীর সাহেব কেবলা দৌলতবাড়ি দরবার শরীফ,বি-বাড়িয়া বিজয় নগর।
প্রধান অতিথি হযরত মাওলানা সোলাইমান ফারুকী জালালী খলিফা,জালালীয়া দরবার শরীফ চান্দিনা কুমিল্লা।
প্রধান বক্তা হযরত মাওলানা নুরুল আমিন আনোয়ারী রবিরবাজার। প্রধান আলোচক হযরত মাওলানা আব্দুল কাদির বিপ্লবী চুনারুঘাট হবিগঞ্জ।
প্রধান আকর্ষণ হযরত মাওলানা শায়ের মোহাম্মদ আলী রাজু আশিকী সাহেব খাদেম,ওয়ালিয়া দরবার শরীফ আশকোনা ঢাকা।
এ ছাড়াও বিশেষ অতিথি
হযরত মাওলানা হাফিজ শফিকুল ইসলাম সাহেব খতিব করিমপুর জামে মসজিদ।
হযরত মাওলানা হাফিজ আব্দুল কুদ্দুছ রেজা প্রধান শিক্ষক হযরত শাহ জালাল জে.আই.এস দাখিল মাদ্রাসা।
হযরত মাওলানা কাজী যোবায়ের আহমদ ৬ নং আলীনগর ইউ,পি।
হযরত মাওলানা আব্দুল আহাদ খতিব, জনতপুর পুরাতন জমে মসজিদ এছাড়াও স্থানীয় ইসলামী ইসলামিক চিন্তাবিদ গন এতে বয়ান পেশ করবেন। ইসলামী সুন্নি এ মহা সম্মেলনে
সভাপতিত্ব করবেন পৌর মেয়র
জুয়েল আহমেদ সহ-সভাপতি মাওলানা ক্বারী সাইদুল ইসলাম খতিব,যোদ্ধাপুর নূরে মোহাম্মদিয়া জামে মসজিদ। সুন্নি এ মহা সম্মেলনের উদ্বোধক ইমতিয়াজ আহমেদ বুলবুল সভাপতি,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি,কমলগঞ্জ। যোদ্ধাপুর নূরে মোহাম্মদিয়া জামে মসজিদ সংলগ্ন মাঠে
এ সুন্নি মহা সম্মেলনে দলে দলে যোগ দান করে দু’জাহানের অশেষ ছোয়াব হাসিলের দাওয়াতক্রমে মাহফিল পরিচালনা কমিটি ও এলাকাবাসী।
Posted ৫:১৬ পূর্বাহ্ণ | বুধবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com